স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুরে দ্রুতগামী বিরতিহীন বাসের ধাক্কায় মোটর সাইকেল ধুমড়ে মুচড়ে গেছে। এতে এডভোকেট ফারুকুর রহমান (৫০), তার পুত্র রাফি আহমেদ (২৪) ও সোহান মিয়া (২৩) আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। জানা যায়, ওই সড়কে প্রতিদিনই বেপরোয়া গতিতে বিরতিহীন গাড়ি চলাচল করে। ফলে প্রতিনিয়তই মারাত্মক ধরণের দূর্ঘটনা ঘটছে। বারবার সংবাদ প্রকাশের পরও তাদের লাগাম ধরা যা”েছ না। গতকাল শনিবার বিকেলে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ জজকোর্টের আইনজীবি ফারুকুর রহমানসহ ৩ জন মোটর সাইকেলযোগে শহরের অনন্তপুরে বাসায় আসছিলেন। উল্লেখিত ¯’ানে পৌঁছলে পেছন থেকে আসা হবিগঞ্জগামী বিরতিহীন বাস চাপা দিলে আহতরা রাস্তার পাশে ছিটকে পড়েন। তবে অল্পের জন্য নিশ্চিত মৃত্যুর হাত থেকে তারা রক্ষা পান। ঘটনার পরপরই চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।