স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদরের প্রথম রেখ গ্রামে দশম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তবে বিষয়টি দিনভর রফাদফা না হওয়ায় মাতব্বরদের পরামর্শে ওই কিশোরীকে গতকাল শুক্রবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮টার দিকে এ প্রতিনিধিকে ওই কিশোরী জানায়, একই গ্রামের মোস্তফা আলীর পুত্র ইমন মিয়া (২০) ওই কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে সমাধানের চেষ্টা করে মাতব্বররা। কিন্তু ব্যর্থ হওয়ায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে লম্পট ইমন পলাতক রয়েছে। ওসি এমরান হোসেন জানান, অভিযোগ পেলে ব্যব¯’া নেয়া হবে।