এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে গৃহবধু রাজনা বেগম হত্যাকান্ডের ঘটনায় তার স্বামী জাকারিয়া আহমদসহ ৫ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা নং-০৪ তারিখ ০২-০২-২০২২ইং দায়ের হয়েছে। নিহত রাজনা বেগমের ভাই সুফি মিয়া বাদী হয়ে উক্ত মামলা দায়ের করেন। এদিকে ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও ঘাতকদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে ঘটনার পর থেকে আসামীদের গ্রেফতারে পুলিশের ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া নিহত রাজনা বেগমের পরিবারে এখনও চলছে শোকের মাতম। মেয়ে রাজনা’র ঘটনা বর্ণনা করতে গিয়ে বার বার মুর্ছা যাচ্ছেন রাজনা’র বৃদ্ধা মা মজেদা বেগম। পরিবারের লোকজন ঘাতকদের ফাসিঁ দাবী করেছেন।
উল্লেখ্য, নবীগঞ্জ থানা পুলিশ গত (৩১ জানুয়ারী) সোমবার সন্ধ্যায় উপজেলার রসুলগঞ্জ বাজারস্থ ভাড়াটে তালাবদ্ধ ঘর থেকে তালা ভেঙ্গে রাজনা বেগম (২০) নামের এক গৃহবধুর হাত-পা, মুখ বাধা অবস্থায় গলাকাটা লাশ উদ্ধার করেছেন। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত বটি দা উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা গৃহবধু রাজনাকে হত্যা করেছে তা নিশ্চিত করে না বললেও সন্দেহের তীর তার স্বামীর দিকে যাচ্ছে। ঘটনার পরপরই রাজনা’র স্বামী কৌশলে পালিয়ে যায়। এখন পর্যন্ত পুলিশের নাগালের বাহিরে রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ প্রযুক্তির সহযোগিতায় তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। রাজনা বেগমের স্বামী জাকারিয়া আহমদ (২৫) বড় আলীপুর গ্রামের সবুজ মিয়ার (পালক) ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হবে। ওই দিন বিকালে তার মরদেহ পশ্চিম তিমিরপুর কবরস্তানে দাফন করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামের সফিক মিয়ার চাচাতো ভাই নিঃসন্তান সবুজ মিয়া ৩ ছেলে-মেয়েসহ জাকারিয়া আহমদ’র মাকে বিয়ে করেন। এরপর থেকে সবুজ মিয়ার তত্ত্বাবধানে বড় আলীপুর গ্রামে বেড়ে উঠেন জাকারিয়া। সবুজ মিয়াই আলোচনা করে পশ্চিম তিমিরপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছোট মেয়ে রাজনা বেগমকে প্রায় ৫ মাস আগে বিয়ে করান। বিয়ে কিছু দিন পরই স্ত্রী রাজনা বেগমকে যৌতুকের টাকাসহ বিভিন্ন অজুহাতে মারপিট করতো জাকারিয়া। স্থানীয় লোকজন আপোষে সমাধান করে দিয়েছেন। ঘটনার মাসখানেক পুর্বে একটি মিশুক গাড়ী কিনে দেয়ার জন্য ১ লাখ টাকা যৌতুক দাবী করেন। ওই টাকা দিতে অপারকথা প্রকাশ করাই রাজনা বেগমের কাল হল। ঘটনার দিন দুপুরে রাজনাকে তার স্বামী মারপিট করলে গৃহবধু রাজনা রসুলগঞ্জ বাজারে বিয়ের উকিল নজর আলীর কাছে বিচার দেন। নজর আলী বিষয়টি রাজনা’র পরিবারকে জানিয়ে বিকালে সমাধানের আশ^াস দেন। বিকাল প্রায় ৫ টার দিকে রাজনার মা মজেদা বেগমসহ নজর আলী জাকারিয়ার ভাড়াটে বাসায় যান। এ সময় জাকারিয়া’কে বাসার সামনে রাস্তার উপর দেখে তারা ঘরে যেতে বলেন। সুচতুর জাকারিয়া দোকান থেকে আসতেছি বলে তাদেরকে বাসায় পাটিয়ে সিটকে পড়ে। তারা ঘরে বাহির দিকে তালা লাগানো দেখে সন্দেহ হয়। এ সময় জাকারিয়াকে খোজাঁখুজি করে বাজারে না পেয়ে তারা বাজার কমিটির সভাপতি সেকুল মিয়ার শরণাপন্ন হন। পরে বাজার কমিটির সভাপতিসহ স্থানীয় লোকজন দরঝা ফাকঁ করে ভিতরে রাজনা বেগমের নিথড় দেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ হাত-পা ও মুখ বাধাঁ অবস্থায় রাজনা গলা কাটা লাশ উদ্ধার করেছেন। নির্মম এই হত্যাকান্ডটি জাকারিয়া এককভাবে করেছে তা মানতে নারাজ মৃতের পরিবার ও স্থানীয় লোকজন। এ ব্যাপারে নিহত রাজনার মা মজেদা বেগম জানান, মিশুক কিনার জন্য ১ লাখ টাকা দাবী করে জাকিারিয়া ও তার পরিবারের লোকজন। তাদের মিটাতে অক্ষমতা জানাইলে মেয়ে রাজনা’র উপর অমানুষিক নির্যাতন নেমে আসে। কে জানতো ১ লাখ টাকার কারনে আমার মেয়ে রাজনা বেগমকে এভাবে জীবন দিতে হবে। এই কথা বলেও কান্নায় ভেঙ্গে পড়েন রাজনার বৃদ্ধা মা। এক পর্যায়ে তিনি মুর্ছা যান। নিহত রাজনা বোন স্বপ্না বেগম, নাসিমা বেগম ও নাসিরা বেগম ছোট বোন রাজনার মৃত্যুকে কোন মেনে নিতে পারছেন না। তাদের দাবী একটাই যারা তাদের বোনকে নির্মমভাবে হত্যা করেছে, তাদেরকে আইনের আওতায় এনে ফাসিঁ দিতে হবে। রসুলগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেকুল মিয়া বলেন, জাকারিয়া বড়আলীপুর গ্রামের সবুজ মিয়ার পালক পুত্র। তার কোন সন্তানাধি না থাকায় জাকারিয়াসহ তারা ৩ ভাই-বোনকে সাথে নিয়ে তাদের মা’কে বিয়ে করেন সবুজ মিয়া। ঘটনার বিষয়ে বলেন, রাজনার মা তাকে রাজনার বাসায় আসতে বলেন। এখানে এসে ঘরে তালাবদ্ধ দেখতে পাই। পরে স্থানীয়দের সন্দেহের কারনে জানালা ফাকঁ করে রাজনার নিথড় দেহ হাত-পা ও মুখ বাধা অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেই। পুলিশ তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে গলাকাটা রাজনার মৃতদেহ উদ্ধার করেন। এ সময় হত্যা কাজে ব্যবহৃত বটি দা’ ও উদ্ধার করা হয়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ ডালিম আহমদ জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মৃতের স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দিয়েছেন। পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটনসহ দায়ীদের গ্রেফতারে প্রযুক্তির সহায়তায় তৎপরতা চালিয়ে যাচ্ছে। তিনি খুব শীঘ্রই ঘটনার মুল আসামীকে গ্রেফতার করতে সক্ষম হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে নবীগঞ্জ রসুলগঞ্জ বাজারে ভাড়া বাসায় সংঘটিত গৃহবধূ রাজনা হত্যা মামলার আসামী মাসুম মিয়া (২২) ও তার, পিতা সফিক মিয়া (৪৫) কে গ্রেফতার করেছেন র্যাবের একটি দল। গতকাল বৃহস্পতিবার রাতে তাদেরকে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার সমিরন দাস। ধৃত সফিক মিয়া ভাড়াটিয়া বাসার মালিকের ভাই এবং পাশের ফ্লাটের বাসিন্দা।