স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার পাশর্^বর্তী কাটখাল গ্রামে শহিদ মিয়া (৩০) নামের এক প্রবাসী বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্ত্রীর সাথে অভিমান করে সে বিষপান করে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন তাকে প্রথমে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্বজনদের অভিযোগ, আজমিরীগঞ্জ হাসপাতালে শহিদকে ওয়াশ না করেই হবিগঞ্জ প্রেরণ করা হয়। যদি ওয়াশ করা হতো তবে হয়তোবা শহিদ বেঁচে যেতো। সে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কাটখাল গ্রামের আরজু মিয়ার পুত্র। হবিগঞ্জ সদর থানার পুলিশ লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।