নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার ওসমানী রোডে গভীর রাতে দোকানে চুরি হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে মেসার্স মদিনা স্টীল কর্পোরেশন ষ্টোরে চুরির ঘটনা ঘটে।
জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার ওসমানী রোডে মেসার্স মদিনা স্টীল কর্পোরেশন ষ্টোরে গত বৃহস্পতিবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে। দোকানের পিছনের দরজার তালা ভেঙ্গে সিসি ক্যামেরা, ১টি মনিটর, রড, শান চেকের পাতা, মেশিনসহ প্রায় নগদ ৫০ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ সূত্রে জানা গেছে। চুরির ঘটনায় নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন দোকান মালিক শামছু মিয়া। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করব।