নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী এমপি বলেছেন, প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তাই এই ধারাবাহিককা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল বুধবার ২ ফ্রেব্রুয়ারী বিকালে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের রাস্তা মাঠি ভরাট ও ইটসলিং কাজের শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, সাবেক ব্যাংক কর্মকর্তা খয়ের উদ্দিন আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান চৌধুরী, শহিদিয়া ওয়েলফার ফাউন্ডেশনের সভাপতি হিফজুর রহমান চৌধুরী, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন ভুট্টু, জাতীয় পার্টি নবীগঞ্জ উপজেলার যুগ্ম আহবায়ক হায়দার মিয়া প্রমূখ।