নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড গয়াহরি শ্রী শ্রী নারায়ন গাছতলীতে নারায়ন সংঘের উদ্যোগে ৬ষ্ট বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব সম্পন্ন হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল অধিবাস, গীতাপাঠ, হরিনাম সংকীর্তন, দধিভান্ড ভঞ্জন, মহাপ্রসাদ বিতরন ও হরিলুট। এতে কীঅতন পরিবেশন করেন, কীর্তনীয়া রুপম ধর, জুয়েল দাশসহ অন্যান্য কীর্তনীয়াবৃন্দ। কীর্তন কমিটির সভাপতি রাজেশ দেবের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শিপন দাশের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, থানার সেকেন্ড অফিসার সমীরন দাশ, এসআই মৃদুল ভৌমিক, মহিলা কাউন্সিলর পুর্ণিমা দাশ, সাবেক কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব, সাবেক মহিলা কাউন্সিলর যুতিকা দাশ, সাংবাদিক অঞ্জন রায়, পানু কুমার চন্দ, রথীন্দ্র চন্দ্র দাশ, নিতেশ দাশ, বাবলু দাশ, বিধান দেব, সুদাম দেবসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও কীর্তন কমিটির লোকজন এ সময় উপস্থিত ছিলেন।