প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য ও শায়েস্তাগঞ্জ পৌর জাতীয় পার্টির আহ্বায়ক হাজী আব্দুল কাইয়ুম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও ইউকে জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এম এ মুমিন চৌধুরী বুলবুল। বুধবার (২ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এম এ মুমিন চৌধুরী বুলবুল। উল্লেখ্য, (২ ফেব্রুয়ারি) সকাল ৭ টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে উনার বয়স ছিল ৭২ বছর স্ত্রী এক পুত্র এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মরহুমের নামাজে জানাজা আজ ২ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৪:১৫ মিনিটে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ হোসাইনিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।