স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গউছ, জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিমসহ ৪০ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মেসবাহ আহমেদ তাদের জামিন না মঞ্জুর করেনে। কারাগারে পাঠানো অন্যান্যরা হলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এনামুল হক সেলিম, জেলা বিএনপি নেতা এমজি মুহিত, মহিবুল ইসলাম শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুল হক শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর সফিকুর রহমান সিতু, সদর থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি অলিউর রহমান অলি, জেলা ছাত্রদলের সভাপতি ইমদাদুল হক এমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষার, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, বাহুবল থানা বিএনিপির সভাপতি ফেরদৌস আহমেত তুষার, চুনারুঘাট ছাত্রদলের সদস্য সচিব মারুপ আহমেদসহ ৪০ নেতাকর্মী। গত ২২ ডিসেম্বর খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ আহ্বান করে জেলা বিএনপি। এতে ড. খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও পৌনে ২টায় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছসহ ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। এরপর ৫ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও এএফএম আব্দুল মবিনের আদালত তাদের ৬ সপ্তাহের আগাম জামিন প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার জামিনের মেয়াদ শেষে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়। আসামীপক্ষের আইনজীব এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন জানান, ৪০ জনের মধ্যে মাত্র ৫ জনের বিরুদ্ধে চার্জ ছিল কিন্তু আদালত সকলের জামিন না-মঞ্জুর করেছে এতে আমরা ক্ষুব্ধ ন্যায় বিচার থেকে বঞ্চিত হলাম। তিনি বলেন, মামলার কপি সংগ্রহ করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) আনিসুর রহমান জানান, আদালত ৪০ জনের জামিন না- মঞ্জুর করেছে। বিকেলে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।