শসা যে খুবই পুষ্টিকর খাবার এটা আমরা সবাই জানি। কাঁচা, রান্না করে, সালাদ বানিয়ে খাওয়াও যে যায় সেটাও আমরা জানি। জানি রূপচর্চায় শসার বহুমাত্রিক ব্যবহার। আজ আপনাদের জানিয়ে দিতে চাই এগুলো ছাড়াও শসার রয়েছে কিছু বিস্ময়কর অন্যরকম ব্যবহার।
মাথা ব্যথা দূর করবে
একটানা কাজ করলে অনেকের মাথা ব্যথা হয়। এই রকম মাথা ব্যথা হলে কয়েক টুকরা শসা খেয়ে ৫ মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকুন। মাথা ব্যথা সেরে যাবে।
নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করে
নিঃশ্বাসের র্দুগন্ধের সমস্যা থাকলে। হাতের কাছে মিন্ট না থাকলে কয়েক টুকরা শসা চিবিয়ে খেয়ে ফেলুন। নিঃশ্বাসের দুর্গন্ধ থাকবে না।
মরিচা দূর করতে
ছুরি, চাকু বা দায়ের মরিচা দূর করার জন্য এক টুকরা শসা কেটে নিয়ে ঘষে নিন। দেখবেন মরিচাতো দূর হবেই, সাথে ভেসে উঠবে পুরনো ধারের উজ্জ্বলতা।
কীটপতঙ্গের অত্যাচার থেকে মুক্তি
বাসার আশেপাশে বাগান থাকলে কীটপতঙ্গ অত্যাচার করে। একটা এ্যালুমিনিয়াম কৌটায় কয়েকটুকরা শসা রেখে দিন। এ্যালুমিনিয়ামে শসা এমন এক গন্ধের সৃষ্টি করবে যা কীটপতঙ্গ সহ্য করতে পারে না। কিন্তু মানুষের কোন সমস্যা হয় না।
আয়না পরিষ্কারে
স্নানঘরের কিংবা বেসিনের আয়নাটাতে ময়লা জমে স্থায়ী হয়ে গেছে? সহজে উঠতে চাচ্ছে না? তবে এক টুকরা শসা নিয়ে ডলে দেখুন, সহজেই পরিষ্কার হয়ে যাবে।
দরজার কব্জার বিরক্তিকর শব্দ বন্ধ করতে
যেসব দরজায় কবজার ‘ক্যাট ক্যাট’ ধরনের বিরক্তিকর শব্দ হয়, সেগুলোর কব্জার এক টুকরা শসা নিয়ে ঘষে দিন। বিরক্তিকর শব্দ বন্ধ হয়ে যাবে।
দেয়াল পরিষ্কার করতে
বাসার ছোট্ট বাচ্চাটি দেয়ালে ক্রেয়ন পেন্সিল দিয়ে হিবিজিবি এঁকে ভরে ফেলেছে? ছোট্ট মানুষ! সারা পৃথিবীইতো তার আঁকাআঁকির খাতা। আপনি এক কাজ করুন। শসার খোসা নিয়ে ক্রেয়নের দাগগুলো মৃদু ঘষে তুলে ফেলুন। দেখবেন সহজে উঠে গেছে। কলমের কালিও শসার খোসা দিয়ে ঘষে তুলে ফেলা যায়।