প্রেস বিজ্ঞপ্তি ॥ পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় দায়েরী মামলায় হবিগঞ্জের বিএনপির ৪০ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণের প্রতিবাদ ও নিন্দা ও নিশর্ত মুক্তির দাবী জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন। বিবৃতিতে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২২ ডিসেম্বর সমাবেশকে কেন্দ্র করে হবিগঞ্জে নিবর্তনমূলক রাজনৈতিক মামলায় হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে ৪০ বিএনপি নেতাকর্মী আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে সাবেক পৌর মেয়র ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছ, জেলা বিএনপি আহ্বায়ক আবুল হাসিম, যুগ্ম আহ্বায়ক এমামুল হক সেলিম, সদস্য মহিবুল ইসলাম শাহিন, যুবদল সাধারণ সম্পাদক জালাল আহমদ, সেচ্ছাসেবক দল ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক, ছাত্র দল সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে ইমরান ও রুবেল সহ ৪০ বিএনপি নেতাকর্মী।