নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন এস এন পি উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সামনে ও বোয়ালিয়া বাজার সংলগ্ন পৃথক ভাবে মঙ্গলবার ১ ফেব্রুয়ারী সকাল ১১টায় পাঁচ শতাধিক মানুষের সমাগমে ইউনিয়ন বাসীর উদ্যোগে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রঙ্গ লাল দাশ বিবিয়ানা ড্রিগ্রি কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র তালুকদার গত ২৪ জানুয়ারি তারিখ জি আর মামলা নং-৯৮/২০২০ (দিরাই) ধারা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০২২ এর ৮ (২) (৩) সুনামগঞ্জ কারাগারে হাজতী হিসেবে আছেন। মানববন্ধনে স্মৃতিভূষন চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন, আব্দুস সত্তার, আমড়া খাইড় সাবেক মেম্বার মোহাম্মদ মানিক, সাবেক মেম্বার মোঃ গনি মিয়া, সাবেক মেম্বার সেলিম মিয়া, বর্তমান মেম্বার পঙ্কজ দাস, বর্তমান সদস্যা খেলা রানী দাস, যুবলীগ নেতা গোপী দাস, আওয়ামী লীগ নেতা বসুদেব, সুপাল দাস, সুশিল দাস, ইন্দ্রজিৎ দাস, প্রধান শিক্ষক সুখেতু দাশ, ইলিয়াস মিয়া মেম্বার, রুপ মিয়া, ইসহাক মেম্বার, মিন্টু দাশ, পবিত্র দাশ, সোনাচান, ইয়াওর মিয়া, দাস মাহাষ্য, চুনু মিয়া ব্যবসায়ী, নানু মিয়া, সতেন্দ্র চৌধুরী, সাহানুর আলম শাবান মিয়া, আব্দুল মন্নান ব্যবসায়ী, পবিত্র মোহন দাশ প্রমুখ। বক্তারা বলেন, মিথ্যা বানোয়াট মামলা দিয়ে চেয়ারম্যান মঙ্গল দাস ও বিবিয়ানা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নপেন্দ্র তালুকদার কে ফাঁসানো হয়েছে। এ মামলার এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং রঙ্গলাল দাশ এবং নৃপেন্দ্র দাশের মুক্তি কামনা করি।