প্রেস বিজ্ঞপ্তি ॥ গণপরিবহনে যাত্রী হয়রানী বন্ধসহ শিশুদের হাতে টমটম, রিক্সা-অটোরিক্সা, টমটম ভাড়া নিয়ে অরাজকতা, যাত্রীদের সাথে অশোভন আচরনের বিষয়ে যথাযথ কর্তপক্ষকে অবহিতকরণ এবং প্রতিকার চাওয়ার সিদ্বান্ত নেন হবিগঞ্জ যাত্রী কল্যান পরিষদ। গতকাল মঙ্গলবার তাদের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের মাসিক সভায় আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহ জালাল উদ্দিন জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন, এ এইচ এম শিবলী খান, এস এম ফরহাদ আহমেদ চৌঁধুরী, শফিকুল আলম, এস এম হেলালুর রহমান, হাবিবুর রহমান ইবনুল, মন্জু মিয়া, মোব্বাশির হক রাজ, শাহারিয়ার রিদয়, রাজ আরিয়ান রোহিত প্রমুখ।
সর্বসম্মতিক্রমে আরো সিদ্বান্ত নেওয়া হয়। যেমন, যাত্রী হয়রানী বন্ধে প্রচারপত্র বিলিকরন, উপজেলা ও পৌর কমিটি গঠনসহ প্রতি মাসের প্রথম সপ্তাহে মাসিক মিটিং করে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া।