স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা থেকে অভিযান চালিয়ে হিফজুর রহমান (৪৫) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতক মঙলবার বিকেলে সদর থানার এস আই জুয়েল সরকার অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটক হিফজুর রহমানের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা রয়েছে। এতোদিন সে পলাতক ছিল। সে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের আব্দুল বারিকের পুত্র।