বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

পইল ইউনিয়ন বিএনপির সম্মেলনে জি কে গউছ ॥ ভোটের যে উৎসব উৎসাহ ছিল সেটি আওয়ামীলীগ ধ্বংস করে ফেলেছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামীলীগের মন্ত্রী-এমপিরা জনপ্রতিনিধি না। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। সে জন্যই তারা পুলিশ পাহাড়ায় থাকেন। তাদের মনের ভিতরে ভয় কাজ করে, তারা জনগণের হক নষ্ট করে রাতের আধারে জনগণের ভোটের অধিকার হাইজেক করে স্বঘোষিত জনপ্রতিনিধি হয়েছেন। তিনি গতকাল সোমবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পইল ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জি কে গউছ বলেন- আওয়ামীলীগ মনে করেছিল, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করতে পারলেই বিএনপি শেষ হয়ে যাবে। কিন্তু বিএনপি শেষ হয়নি, শেষ হবেও না ইনশাআল্লাহ। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও বাংলাদেশের মানুষের ভালবাসায় সিক্ত হবেন, প্রধানমন্ত্রী হবেন। তিনি খালেদা জিয়ার দীর্ঘ হায়াত ও সু-স্বাস্থ্যের জন্য সকলের দোয়া কামনা করেন। তিনি বলেন- আমরা ৯ মাস যুদ্ধ করে পাকিস্তান থেকে মুক্ত হয়েছি ভারতের গোলামী করার জন্য নয়। বাংলাদেশে যারা অপকর্ম করেছে, মানুষকে রাতের আধারে তুলে দিয়ে হত্যা করেছে, ঘুম করেছে তাদের বিরুদ্ধে আজ আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। এটা বাংলাদেশের জন্য কলঙ্ক। এই কলঙ্ক থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে জেগে উঠতে হবে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে দেশনায়ক তারেক রহমানের নির্দেশ বিএনপি মাঠে নেমেছে। আওয়ামীলীগের পতন নিশ্চিত করেই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে বিএনপি। জি কে গউছ বলেন- আমরা যারা এই দেশে জন্মেছি, আমরা যারা এই দেশের নাগরিক, আমাদের সাংবিধানিক অধিকার আমার ভোট আমি দিবো। এক সময় ভোট বাংলাদেশের মানুষের একটি উৎসব ছিল। ভোটের পূর্বে মানুষ পাড়া মহল্লায়, রাস্তাঘাটে ও চা স্টলে একত্রিত হয়ে প্রার্থীর সম্পর্কে বিশ্লেষন করে সিদ্ধান্ত নিতেন কাকে ভোট দিবেন। কোন প্রার্থীর চরিত্র কেমন, কোন প্রার্থী নির্বাচিত হলে অন্যকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করবে না, কোন প্রার্থীকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, কোন প্রার্থী নির্বাচিত হলে চুরি করবে না, এসব বিষয় মানুষ ভোটের আগে আলোচনা করে সিদ্ধান্ত নিতেন কাকে ভোট দিবেন। কিন্তু এখন অবস্থার পরিবর্তন হয়েছে। গত ১৩টি বছর যাবত নিজের পছন্দের প্রার্থীকে মানুষ ভোট দিতে পারেন না। এখন আর ইলেকশন নেই, এখন হচ্ছে সিলেকশন। এখন ভোটের আগের রাতেই আওয়ামীলীগের প্রার্থী নির্বাচিত হয়ে যান। ভোটের যে উৎসব, ভোট দেয়ার যে উৎসাহ, সেটি আওয়ামীলীগ ধ্বংস করে ফেলেছে। এই অবস্থা থেকে যদি আমরা মুক্তি চাই তাহলে আমাদেরকে কথা বলতে হবে। সাহস করে আওয়ামীলীগের সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের অধিকার আমাদেরকেই আদায় করতে হবে। পইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মন্নাফের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোস্তফা মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, হাজী এনামুল হক ও এডভোকেট মোঃ এনামুল হক সেলিম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক প্রফেসর এনামুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহীন, শামছুল ইসলাম মতিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আজম উদ্দিন, এডভোকেট আফজাল হোসেন, এম এ মন্নান, এডভোকেট মইনুল হোসেন দুলাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কাওছার, সহ সাংগঠনিক সম্পাদক টিপু আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হোসেন অনি, আব্দুল আউয়াল মেম্বার। বক্তব্য রাখেন, পইল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবর আলী, এস এম মানিক, আব্দুস সোবহান, কামরুল হোসেন জুনু, ফয়সল আহমেদ, মাসুক মিয়া, ফারুক মিয়া, কাশেম মিয়া, আব্দুস সালাম, জাহিদুল হক, শামীম আহমেদ, সুমন মিয়া, কাওছার মিয়া প্রমুখ।
সম্মেলনে মোঃ মোস্তফা মিয়া সভাপতি, আবুল কালাম সিনিয়র সহ-সভাপতি, কামাল আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক, জামাল মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক ও আব্দুল কাদিরকে সাংগঠনিক সম্পাদক করে পইল ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com