সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

শায়েস্তাগঞ্জ ইউনিয়ন নির্বাচনে বুলবুল খাঁন বিপুল ভোট জয়ী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৯ বা পড়া হয়েছে

মোঃ জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ থেকে ॥ কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের ইভিএম পদ্ধতিতে ভোট সম্পন্ন হয়েছে। ৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করলেও প্রকৃতপক্ষে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও আওয়ামী লীগ বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী দুজনের মাঝে মূল প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। সব জল্পনা কল্পনা ও আলোচনা শেষে বিপুল ভোটে বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ বুলবুল খান আনারস প্রতীক্ ে৫০৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক মোঃ আব্দুস সামাদ পেয়েছেন ২১২৪ ভোট। জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মোহাম্মদ মোখলেস মিয়া পেয়েছেন ১৫০ভোট। স্বতন্ত্র প্রার্থী লাকি আক্তার চশমা প্রতীকে পেয়েছেন ৫৯ভোট। স্বতন্ত্র প্রার্থী আহমেদ খান ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪২১ভোট। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে সংরক্ষিত ওয়ার্ডে ১,২,৩ নং ওয়ার্ডে আয়েশা আক্তার লাকি ১ হাজার ১ শ ৭৬ ভোট, ৪,৫,৬ নং ওয়ার্ডে লাকি আক্তার ৯ শ ১৯ ভোট, ৭,৮,৯ নং ওয়ার্ডে নার্গিস আক্তার ১ হাজার ৩ শ ৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে ৪৬৮ ভোট পেয়ে আব্দুস সালাম, ২ নং ওয়ার্ডে ৩০৯ ভোট পেয়ে শামিমুর রহমান, ৩ নং ওয়ার্ডে ২৭১ ভোট পেয়ে খলিলুর রহমান, ৪ নং ওয়ার্ডে ৩৪২ ভোট পেয়ে এখলাছুর রহমান, ৫ নং ওয়ার্ডে ৩৭৯ ভোট পেয়ে খলিল মিয়া, ৬ নং ওয়ার্ডে ৩২৬ ভোট পেয়ে সাদেক মিয়া, ৭ নং ওয়ার্ডে ৩৫১ ভোট পেয়ে আঃ শহীদ, ৮ নং ওয়ার্ডে ৪৯০ ভোট পেয়ে আঃ আমিন দুলাল এবং ৯ নং ওয়ার্ডে ৩৮০ ভোট পেয়ে তাজল মিয়া বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, ৮ নং শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার ৯ হাজার ৯ শ ৮২ জন। এর মধ্যে মোট ভোট কাস্ট হয়েছে ৭ হাজার ৮ শ ৩২ টি। বাতিল হয়েছে ১২ টি ভোট।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com