মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বাংলাদেশ কৃষি ব্যাংক একটি শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়ীত ব্যাংক। গ্রাহক সেবায় একধাপ এগিয়ে কৃষি ব্যাংক বড়বাজার শাখা। দ্রুত ও আধুনিক প্রযুক্তিনির্ভর সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে দ্রুত কাজ করে যাচ্ছে এ ব্যাংকটি। কৃষি ও কৃষকের আস্থার ব্যাংক কৃষি ব্যাংক। এ শাখা থেকে ইতিমধ্যে প্রায় ৩ কোটি টাকার কৃষিঋণ দেয়া হয়েছে। এ বিষয়ে কথা হয় অত্র ব্যাংকের ম্যানেজার ইমাম হোসেন’র সাথে, তিনি জানান টিমওয়ার্কের মাধ্যমে কৃষি ব্যাংক যেভাবে কাজ করে যাচ্ছে, তাতে এ প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে। কৃষি ব্যাংক তাদের আগের প্রতিবন্ধকতা কাটিয়ে একটি মডেল ব্যাংক হিসেবে দাঁড়িছে, এটাই আমাদের ভাল লাগার বিষয়। তিনি আরো বলেন, বাইরের তথ্যপ্রযুক্তি সহায়তা ছাড়াই ব্যাংকটি নিজস্ব সক্ষমতা দিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে, সেটি একটা ভালো দিক। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে ইতিমধ্যে এ ব্যাংক থেকে প্রায় ৩ কোটি টাকার মত কৃষিঋণ দেয়া হয়েছে। এখানে টাকা নিতে কোন তদবির কিংবা দালালে দারস্থ হতে হয় না। একজন কৃষক স্বশরীলে ব্যাংকে আসলে বিধিমোতাবেক তাকে ঋণ দেয়া হচ্ছে। কৃষিঋণসহ ব্যাংকিং সেবা নিতে দালালদের শরণাপন্ন না হওয়ারও আহবান জানান তিনি। দ্বিতীয় কর্মকর্তা শুভাশীষ দেবনাথ বলেন, কৃষি ব্যাংক আমানত ও ঋণ আদায়ে লক্ষ্য পূরণ করেছে। এ ব্যাংকের চ্যালেঞ্জ বেশি। একই সঙ্গে তাদের সম্ভাবনাও বেশি। গ্রাহকদের স্বাচ্ছন্দ্য বাড়াতে ডিজিটাল ব্যাংকিং সুবিধা আরও বেশি সহজ করেছে কৃষি ব্যাংক। যে কোনো ব্যাংকে কৃষি ব্যাংক থেকে টাকা পাঠাতে অন লাইন লেনদেন, বিইএফটিএন ও আরটিজিএস এ গ্রাহকদের কোন চার্জ প্রদান করতে হয় না। এছাড়া বিদেশ থেকে প্রেরিত অর্থ যে কোন সংখ্যার পিন নাম্বারে বোনাসসহ দ্রুত সময়ের মধ্যে উত্তোলন করা যায়। যা গ্রাহকদের হাতের মুঠোয় নিয়ে আসছে কৃষি ব্যাংকের ব্যাংকিং সুবিধা। ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনকে কৃষি ব্যাংকের সেবা নিতে ব্যাংকে আসার আহবান জানান তিনি।