মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

নবীগঞ্জে ১ বছর পর আলমগীর হত্যা মামলার আসামী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ২৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১ বছর পর অবশেষে শুক্রবার (২৮ জানুয়ারী) বিকালে আলমগীর হত্যা মামরার অন্যতম আসামী রুয়েল মিয়া (৩৫) কে গ্রেফতার করেছেন। ধৃত রুয়েল মিয়া উপজেলার নিজ আগনা গ্রামের মৃত এশ^াদ আলীর ছেলে। নিহত আলমগীর মিয়াকে গত বছর ২০ জানুয়ারী গভীর রাতে পরিকল্পিতভাবে হত্যা করে নিজ আগনা ফিশারী সংলগ্ন রাস্তার উপর ফেলে দেয় একদল দূর্বৃত্ত। তৎকালীন সময় ইনাতগঞ্জ ফাড়িঁ পুলিশ ওই ঘটনাটি সড়ক দূর্ঘটনা সন্দেহে ছুরতহাল তৈরী করে জিডি মুলে লাশ মর্গে প্রেরন করেন। এক পর্যায়ে নিহত আলমগীর মিয়ার মৃত্যুর ঘটনায় বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন নিহতের পরিবার। দায়েরী মামলাটি এফআইআর ভুক্ত করার জন্য থানা পুলিশকে নিদের্শ দেয়া হয়। কিন্তু ময়না তদন্ত রির্পোট না আসা পর্যন্ত আসামীদের গ্রেফতার করতে অনীহা প্রকাশ করে পুলিশ। সম্প্রতি ময়না তদন্ত রিপোর্টে আলমগীর আঘাতজনিত কারনে মৃত্যু হয়েছে মর্মে উল্লেখ্য করা হয়েছে। এদিকে ময়না তদন্ত রির্পোট আসার পরপরই আসামীদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। শুক্রবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা ওসি(তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাধবপুর এলাকায় একটি চা ষ্টল থেকে রুয়েল মিয়াকে গ্রেফতার করেন। মামলার অন্যান্য আসামীরা পলাতক রয়েছে। সুত্রে জানা যায়, উপজেলার বড় ভাকৈর (পুর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আলমগীর মিয়া ইনাতগঞ্জ ইউপির নিজ আগনা গ্রামের ফোর মিয়া, বাবুল মিয়া, জুবেল মিয়া, রুয়েল মিয়া, রাকেশ, রেনু মিয়া, আলীম, আহাদ, গোলাপ ও লেবু মিয়া গংদের সাথে প্রায় প্রতিদিন গভীর রাত পর্যন্ত আড্ডা দিত। নিজ আগনা একটি ফিশারীর কেয়ার টেকার ফোর মিয়া। ওই ফিশারীর পাড়ে একটি ঘরে ফোর মিয়ার তত্ত্বাবধানে প্রতিদিন বসতো জুয়া ও মদের আসর। উক্ত আসরে উল্লেখিত লোকদের সাথে মদ সেবন ও জুয়া খেলায় অংশ নিত আলমগীর। সম্প্রতি টাকা লেনদেনকে কেন্দ্র করে আলমগীর মিয়া ও রুয়েল মিয়ার মধ্যে বিরুধ দেখা দেয়। এছাড়া মাংসের টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয় ফোর মিয়ার সাথে আলমগীরের। এরজের ধরে বিগত ২০ জানুয়ারী সকালে স্থানীয় কাজীর বাজারে আলমগীর মিয়ার সাথে ফোর মিয়া ও রুয়েল মিয়ার বাকযুদ্ধ হয়। ঘটনার প্রেক্ষিতে ওই দিন সন্ধ্যায় আলমগীরকে বাড়ি থেকে ডেকে নেয় জুবেল মিয়া। এ সময় জুবেল মিয়া আলমগীরের পরিবারের লোকজনদের জানায় নিজ আগনা গ্রামের এরশাদ উল্লার ছেলে রুয়েল মিয়ার সাথে টাকা লেনদেন এর বিরোধ মিমাংসার জন্য তারা নিজ আগনা রুয়েল মিয়ার বাড়িতে যাচ্ছে। আর বাড়ি ফিরেনি আলমগীর। এরই মধ্যে রাত প্রায় দেড়টার দিকে বাড়িতে খবর আসে আলমগীরের মৃতদেহ নবীগঞ্জ-ইনাতগঞ্জ রাস্তার উপর পড়ে আছে। খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে যান ঘটনাস্থলে। উপস্থিত হন ইনাতগঞ্জ ফাড়িঁ পুলিশ। নিহত আলমগীর মিয়ার মৃতদেহ পাওয়া যায় ফিশারীর কেয়ারটেকার ফোর মিয়ার বাড়ি থেকে ২শ গজ উত্তরে। পরিবারের লোকজন পরিকল্পিতভাবে আলমগীরকে হত্যা করা হয়েছে অভিযোগ করলেও ইনাতগঞ্জ ফাড়িঁ পুলিশ তা আমলে নেয় নি। পুলিশের ধারনা অজ্ঞাতনামা গাড়ীর চাপায় আলমগীরের মৃত্যু হয়েছে। ইনাতগঞ্জ ফাড়িঁ ইনচার্জ শামছুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে তাং ২১/০১/২০২১ইং ৪৪৩নং জিডি মুলে মৃতের ছুরতহাল তৈরী করে হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। উক্ত জিডিতে স্থানীয় লোকজনের বরাত দিয়ে সড়ক দূর্ঘটনায় আলমগীর মিয়া মারা গেছেন মর্মে উল্লেখ্য করেন ফাড়ি ইনচার্জ শামছুদ্দিন খান। সাথে সাথে মৃতের পরিবার এর প্রতিবাদ করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবী করেন। পরবর্তীতে নিহতের স্ত্রী মোর্শেদা বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দিতে আসলে ময়নাতদন্ত রিপোর্টের আগে মামলা নেয়া হবে না মর্মে তাদেরকে জানান। পরবর্তীতে নিহতের স্ত্রী বাদী হয়ে হবিগঞ্জের বিজ্ঞ আদালতে ২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক এ বিষয়ে নবীগঞ্জ থানায় কোন মামলা, জিডি বা অপমৃত্যু মামলা হয়েছে কি না প্রতিবেদন দেয়ার জন্য ওসি নবীগঞ্জকে নির্দেশ দেন। আদালতের আদেশে প্রেক্ষিতে ২৫/০২/২০২১ইং তারিখে ইনাতগঞ্জ ফাড়িঁ ইনচার্জ শামছুদ্দিন খানঁ জিডি হয়েছে উল্লেখ্য করে একটি প্রতিবেদন দেন। উক্ত প্রতিবেদন যাওয়ার পর বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর হিসেবে রুজু করার জন্য ওসি নবীগঞ্জকে নিদের্শ দিলে মামলাটি রুজু হয়। মামলার তদন্তভার দেয়া হয় ওসি (তদন্ত) আমিনুল ইসলামকে। তদন্ত কর্মকর্তা ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত আসামী গ্রেফতারে অনীহা জানান বলে বাদী মোর্শেদা বেগম দাবী করেন। সম্প্রতি মৃত আলমগীর মিয়ার ময়না তদন্ত রিপোর্ট আসলে তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আসামী গ্রেফতারে মাঠে নামেন। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কের মাধবপুর নামকস্থানে একটি চা স্টল থেকে রুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এলাকাবাসীর দাবী, ধৃত রুয়েল মিয়াকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করলেই ঘটনার মুল রহস্য বেরিয়ে আসবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com