ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে ডাকাতির সরঞ্জামসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার গড়েরগাও গ্রামের নাইমুল্লাহ হোসেনের ছেলে মোঃ মতিবুর রহমান (২৫), সিলেটের গোয়াইনঘাট উপজেলার লাটি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রিপন হোসেন (২৬), ব্রাম্মনবাড়িয়া জেলার নবীনগর থানার বীরগাও গ্রামের আব্দুল খালেকের ছেলে সাহাব উদ্দিন (২৬), মৌলভীবাজারের রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের মোস্তফা মিয়ার ছেলে আহাদ মিয়া (৪২), নবীগঞ্জের রুস্তমপুর গ্রামের জমশেদ মিয়ার ছেলে কামরুল ইসলাম (২৬)।
পুলিশ জানায়-বুধবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয় একদল সঙ্ঘবদ্ধ ডাকাত দল। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ ভ্যানসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি তালা কাটার যন্ত্র, ২টি লোহার রড, ১টি লোহার সাবল, ১টি স্টিলের চাকু, সাদা রংয়ের রশি জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে নবীগঞ্জ থানার এসআই শফিকুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃতদের আসামী করে মামলা দায়ের করেন। পরে দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।