স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে প্রেমের নামে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সমাধান না হওয়ায় ওই ছাত্রীর পিতা আব্দুল আওয়াল বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করেছেন। বিচারক মামলা আমলে নিয়ে ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষার জন্য সদর ওসিকে নির্দেশ দেন। জানা যায়, জনৈক্য স্কুল ছাত্রের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে একই স্কুলের ছাত্রীর সাথে। দীর্ঘদিন তাদের মাঝে মনদেয়া নেয়া চলে। প্রায়ই তারা স্কুল ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে ঘুরাফেরা করতো। এক পর্যায়ে গত ২৮ ডিসেম্বর সন্ধ্যার দিকে ওই ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে কৌশলে ধর্ষণ করে নুরশেদ আলী। পরে তাকে বিয়ে করার আশ^াস দিয়ে চলে যায়। বিষয়টি জানাজানি হলে সালিশের আয়োজন করা হয়। কিন্তু এতে সমাধান না হওয়ায় আদালতে মামলা করলে কিশোরীর ডাক্তারী পরীক্ষার নির্দেশ দেয়া হলে পুলিশ তাকে গতকাল সোমাবার বিকেলে হাসপাতালে ভর্তি করে।