মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হাজী আব্দুস আব্দুস সাত্তারের সহধর্মিনী ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিনের মাতা আয়েশা খাতুন (৯৫) এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বাদ আছর যাত্রাপাশা মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান, বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ বশীর আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ওয়ারিশ উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, যাত্রাপাশা ছান্দের ভারপ্রাপ্ত সর্দার মোতাব্বির হোসেন, তরঙ্গ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাফেজ শিব্বির আহমদ আরজু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মারুফ আহমেদসহ শিক্ষক, সাংবাদিক, আলেম-উলামাসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জস্থ লাভলী ভিলা বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। জানাযার নামাজ শেষে বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।