স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় অফিভযান চালিয়ে ৩ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২০ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে একদল র্যাব সদস্য শায়েস্তাগহ্জ নতুন ব্রীজ এলাকায় মামুন বাস কাউন্টারের সামনে রাস্তা থেকে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী লোহান মিয়া (১৯) কে আটক করে। সে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার গড়ান চালা গ্রামের জলিল মিয়ার পুত্র।