নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে রুশনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বিরুদ্ধে গ্রাহকদের ঋণ দিয়ে অতিরিক্ত সুদে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। সময়মতো কিস্তি পরিশোধ না করলে ঋণ গ্রহীতাদের করা হয় মানসিক নির্যাতন ও অত্যাচার। এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে আবেদনের প্রেক্ষিতে তদন্ত করেছেন তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে নবীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে সরেজমিনে পরিদর্শন করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মোঃ লেবু মিয়া রুশনা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেড নামে একটি সংস্থা তৈরি করেন। ওই ঋণ সংস্থা থেকে ওই এলাকার গরীব অসহায়দের উচ্চ সুদের হারে ঋন দিয়ে মাসিক কিস্তির ভিত্তিতে টাকা আদায় করা হয় । অভিযোগে উল্লেখ করা হয়, বনগাঁও গ্রামের বেশিরভাগ মানুষই গরীব হওয়াহ রুশনা নামক প্রতি দুর্বল হয়ে ঋন গ্রহণ করে। অনেক ঋন গ্রহীতা উচ্চ সুদের মাসিক কিস্তি দিতে না পায় তাদের উপর বর্ণনা কর্তৃপক্ষের অমানসিক অত্যাচর ও নির্যাতন করে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে ওই গ্রামের আব্দুল মুমিনসহ কয়েকজন জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শামসুদ্দিন মো. রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রুশনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়। এর প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম বনগাঁও গ্রামে অভিযোগের তদন্ত করেন। এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন। নবীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম বলেন, সরেজমিনে পরিদর্শন করে অভিযোগকারীদের সঙ্গে কথা বলেছি, অভিযোগ তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়া হবে।