নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের মোতাজিলপুর গ্রাম থেকে সন্ধ্যা রাতে এক সন্তানের জননীকে অপহরন করে রাজধানী ঢাকার সাভার থানায় গ্রেফতার হওয়া নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামের মৃত খতিব উল্লাহর পুত্র আরজু মিয়া (৩৮)। গত এক সপ্তাহ ধরে জেল হাজতে বন্দি থাকলেও তার অপর সহযোগী ৪ দূর্বৃত্ত ঘুরে বেড়াচ্ছে। হুমকী দিচ্ছে বাদী ও অপহৃতার পরিবারকে। জানা যায়, গত ৮ জুন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আরজু তার অপর ৪ সহযোগী নিয়ে পার্শ্ববর্তী কুর্শি ইউনিয়নের মোতাজিলপুর গ্রামের ১ সন্তানের জননীকে অপহরণ করে ঢাকা সাভার এলাকায় নিয়ে আটকে রাখে। গৃহবধুর ভাই বাদী হয়ে গত ২৬ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে নবীগঞ্জ থানা পুলিশ ঢাকা সাভার থানার পুলিশের সহযোগীতার অপরহরনকারী আরজুকে গ্রেফতার করেন।