স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বিশেষ অভিযান চালিয়ে ২১ কেজি অবৈধ গাঁজাসহ এক মাদক বিক্রেতা কে আটক করেছে পুলিশ। ১৭ জানুয়ারি ভোরে থানার এসআই অজিত কুমার তালুকদার ও এসআই আশিকুর রহমানসহ একদল পুলিশ আমু চা বাগান সাওতাল লাইনে অভিযান চালায়। এসময় রাজেন ঝরার পুত্র নিপেন ঝরা (২২) কে গ্রেফতার করে এবং ২১ কেজি গাঁজা জব্দ করে। পরে এসআই আশিকুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দিয়ে আসামীকে আদালতে সোপর্দ করেন।