নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় পার্টির কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাজ্য জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক লন্ডন প্রবাসী কমিউনিটি লিডার আব্দুল হামিদ চৌধুরী (৬০) আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। সোমবার বিকাল ৪ টায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুর খবরে যুক্তরাজ্যসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বিলপার গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শাহ তাজ উদ্দিন কোরেশি (রঃ) মাজার শরিফের মোতায়াল্লীর দায়িত্ব পালন ছাড়াও তিনি গ্রামের মাদ্রাসা, মাজার শরীফসহ সামাজিক কর্মকান্ডে ব্যাপক ভূমিকা রাখেন। আব্দুল হামিদ চৌধুরীর মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনাসহ পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, কেন্দ্রীয় সদস্য শাহ আবুল খায়ের, জাতীয় যুবসংহতির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম এ কাইয়ূমসহ নবীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির নেতৃবৃন্দ।