নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা যুবদলের ৪৬ সদস্য বিশিষ্ট নব গঠিত অনুমোদন কমিটি থেকে ৬ জন যুগ্ম আহ্বায়কসহ ১৫ জন নেতাকর্মী পদত্যাগের সংবাদটি ছিল সোমবার (১৭ জানুয়ারী) টক অব দ্যা টাউন নবীগঞ্জ। আজ কালের মধ্যে আরও নেতাকর্মী পদত্যাগ করবেন বলেও প্রাপ্ত সুত্রে জানাগেছে। পদত্যাগের হিড়িক শুরু হয়েছে নব গঠিত নবীগঞ্জ উপজেলা যুবদল কমিটি থেকে। নতুন আহ্বায়ক কমিটিতে ত্যাগী নেতাদের অবমুল্যায়ন, মাঠের কর্মীদের বঞ্চিত করে প্রবাসীদের কমিটিতে স্থান দেয়া, রাজাকার (পিছ কমিটির সদস্য) এর পুত্রকে কমিটিতে স্থান দেয়াসহ বিভিন্ন অভিযোগে নব গঠিত কমিটির ৬ জন যুগ্ম আহ্বায়কসহ ১৫ জন সদস্য পদত্যাগ করেছেন। এই সংবাদটি সোমবার দেশের বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশ হওয়ায় উপজেলার সর্বত্র আলোচনার ঝড় উঠে। দলীয় ও বিভিন্ন সুত্রে প্রাপ্ত খবরে জানা যায়, গত ১৩ জানুয়ারী জাতীয়তাবাদী যুবদল নবীগঞ্জ উপজেলা শাখার ৪৬ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করেন জেলা যুবদল। ওই কমিটিতে জেলা যুবদলের সভাপতি মরহুম মিয়া মোহাম্মদ ইলিয়াছের স্বাক্ষর রয়েছে। কমিটির স্বচ্ছতা থাকলে মিয়া মোহাম্মদ ইলিয়াছ মৃত্যুর পর কেন কমিটি প্রকাশ করা হলো। তিনি জীবিত থাকা অবস্থায় যদি কমিটিতে স্বাক্ষর দিয়ে থাকেন, সেটাই যদি চুড়ান্ত হয়, তাহলে তিনি জীবিত থাকতে প্রকাশ না করার বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। নাকি মিয়া মোহাম্মদ ইলিয়াছ কর্তৃক দেয়া কমিটির পরিবর্তন করে তার স্বাক্ষর স্ক্রেন করে বসানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় সংসদের প্রতি দাবী জানিয়েছেন তৃর্ণমুল নেতৃবৃন্দ। উক্ত কমিটিতে সাবেক ছাত্র নেতা মোশাহিদ আলম মুরাদকে আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা অলিউর রহমান অলি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ ১৬ জন যুগ্ম আহ্বায়ক এবং সাবেক ছাত্রনেতা রায়েছ চৌধুরীকে সদস্য সচিব করে ৪৬ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করেন জেলা যুবদল। পদত্যাগকারী নেতৃবৃন্দ তাদের পদত্যাগের ৭টি কারন উল্লেখ্য করেছেন। সোমবার উপজেলার সর্বত্র সংবাদপত্রে প্রকাশিত এই সংবাদটি ছিল টক অব দ্যা টাউন। আজ কালের মধ্যে আরও অনেক নেতাকর্মী পদত্যাগ করার আলোচনা জোড়ে শুনে শুনা যাচ্ছে।