নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদের সাধারণ সভা গতকাল সকালে অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের সভাপতি শিরিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম, এ আহমদ আজাদ। নব নির্বাচিত চেয়ারম্যান দিলাওয়ার হোসেনের সভাপতিত্বে ও ইউপি সচিব ভজন গোপের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মোঃ সুজন মিয়া, সাহিদুর রহমান, দিলশাদ মিয়া, সাহেল আহমদ, ইকবাল আহমদ, আমির হোসেন, সিজিল ইসলাম সেজলু, জমির আলী, সয়ফর মিয়া, শামীমা আক্তার, আছমা বেগম, নাজমা বেগম প্রমূখ। পরে সভায় এজেন্টা ভিত্তিক আলোচনায়, প্যানেল চেয়ারম্যান নির্বাচনের জন্য প্রস্তাব করা হয়। ইউপি চেয়ারম্যান দিলাওয়ার হোসেনের নেতৃত্বে একটি নির্বাচন কমিশন গঠিত হয়। অপর নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র সাংবাদিক এম, এ আহমদ আজাদ ও সচিব ভজন গোপ। নির্বাচন কমিশন আলোচনা সাপেক্ষে প্রার্থীদের মতামতের ভিত্তিতে সবার সাথে কথা বলে প্যানেল চেয়ারম্যান হিসাবে তিনজনের নাম ঘোষনা করেন। প্যানেল চেয়ারম্যান-১ মোঃ সুজন মিয়া, প্যানেল চেয়ারম্যান-২ মোঃ সিজিল ইসলাম সেজলু প্যানেল চেয়ারম্যান-৩ মোছাঃ আছমা বেগমের নাম ঘোষনা করা হলে সর্ব সম্মতিক্রমে সব ইউপি সদস্য মেনে নেন। পরে সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।