স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার উমেদনগর পশ্চিম এলাকায় পারিবারিক কলহের জের ধরে হামলায় তাউছ মিয়া (২৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। গত রবিবার বিকাল ৩টার দিকে তাদের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। এ ব্যাপারে তাউছ মিয়া বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচার চেয়ে মামলা দায়ের করেছে। মামলায় তাউছ মিয়া ভাই আলফু মিয়া (৪৫), ভাতিজা জিসাদ মিয়া (২১), ভাবী রুবিনা আক্তার (৩৫) ও ভাতিজি জেনিয়া আক্তার (২২) কে আসামী করা হয়। মামলার বিবরণে জানা যায়, তাদের বসতবাড়ির পানি নিষ্কাশন নিয়ে বড় ভাই আলফু মিয়ার সাথে ছোট ভাই তাউছ মিয়ার বিরোধ চলে আসছে। এর জের ধরে ওই দিন বিকাল ৩টার দিকে তাউছ মিয়া বাড়িতে আসলে উল্লেখিত আসামীগণ তার উপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। তাকে বাঁচাতে তার মা সামছুন্নাহার এগিয়ে এলে তাকেও মারপিট করা হয়। মামলায় তাউছ মিয়া আরও উল্লেখ করেন, উল্লেখিত আসামীরা মাদকাসক্ত ও দাঙ্গাবাজ। আসামীরা তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন এবং তার মায়ের কাছ থেকে স্বর্ণের চেইন ও কানের দোল ছিনিয়ে নিয়ে যায়। আহত তাউছ মিয়া ও তার মা কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।