নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা যুবদলের নব-গঠিত কমিটির আহবায়ক মোশাহিদ আলম মুরাদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পৌর যুবদলের নেতাকর্মীসহ ১৩ টি ইউনিয়নের বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গত রোববার ১৬ জানুয়ারী ও সোমবার ১৭ জানুয়ারী মোশাহিদ আলম মুরাদকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপির বিভিন্ন ইউনিটের নেতারা। দীর্ঘদিন পর নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের কমিটি অনুমোদন হওয়ায় মধ্যে উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। উপজেলা যুবদলের নবীগঞ্জ শাখার ইতিহাসের সেরা কমিটি আসছে বলেও জানান অনেকে। এই কমিটিতে স্থান পেয়েছেন যোগ্য, ত্যাগী কারা নির্যাতিত রাজপথে আন্দোলন সংগ্রামের সামনের শাড়ীতে নেতৃত্বদানকারী যুবনেতারা। নব-গঠিত যুবদলের আহবায়ক কমিটির মাধ্যমে নবীগঞ্জে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরো শক্তিশালী হবে বলে মন্তব্য করছেন উপজেলা ও জেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা।