নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিষপানে আত্মহত্যা করেছে মকবুল হোসেন (২২) নামে এক যুবক। সে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের শংকরসেনা শেখের পাড়া গ্রামের মৃত আক্রম উল্লার ছেলে। গতকাল শুক্রবার দুপুরে মকবুল হোসেন তার শয়ন কক্ষে বিষপান করে মাটিতে ছটপট করতে থাকে। বাড়ীর লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ঘটনার খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। তার আত্মহত্যার কারণ জানা যায়নি।