বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ থেকে জুনাইদ মিয়াকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে তাকে অব্যাহতি দিয়ে সহ-সভাপতি মোঃ দুলাল মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য-এর যৌথ স্বাক্ষরে নির্দেশনা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, নিজ আবেদনের প্রেক্ষিতে মোঃ জুনাইদ মিয়া (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, বাহুবল উপজেলা শাখা, হবিগঞ্জ)- কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং মোঃ দুলাল মিয়া (সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, বাহুবল উপজেলা শাখা, হবিগঞ্জ)- কে বাংলাদেশ ছাত্রলীগ, বাহুবল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।