আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- বিজ্ঞান মেলার পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার বিকল ৪টার দিকে উপজেলা সভাকক্ষে নির্বাহী অফিসার মোঃ শরিফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যা আলেয়া বেগম। অনুষ্ঠানে লাখাইয়ে অনুষ্টিত দুইদিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলায় অংশ গ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় প্রধান অতিথি উপস্থিত ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিষয়ে আগ্রহী হওয়ার আহবান জানান। সভায় অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু হেনা মস্তফা জামান, ওসি তদন্ত মহিউদ্দিন সুমন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দে প্রমুখ।