রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়ার কাছে গতকাল সকালে দ্রুতগামী কোচের চাকায় পৃষ্ট হয়ে অজ্ঞাত এক যুবক (৩২) নিহত হয়েছে। খবর শায়েস্তাগঞ্জ হাই-ওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকাগামী একটি কোচ উল্লেখিত এলাকায় অজ্ঞাত যুবক (৩২)কে চাপা দেয়। পথচারীরা মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে আসলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। খবর শায়েস্তাগঞ্জ হাই-ওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে।