প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল সকাল ১১ ঘটিকায় নবীগঞ্জ উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ’র উদ্যোগে নবীগঞ্জ উপজেলার সাদলাপুর গাউছিয়া সৈয়দ শাহ্ শায়দা দাখিল মাদ্রাসায় গরীব ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রাথমিক তাজবিদ শিক্ষা ও আল-কাউলুছ ছাদীদ বই বিতরণ করা হয়েছে। ইংল্যান্ডের বার্মিংহামের ছিকে ইন্টারন্যাশনাল লিংকের সত্তাধিকারী আলহাজ্ব ছোটন চৌধুরীর অর্থায়নে ও আল-ইসলাহ নেতা খলকু চৌধুরীর উদ্যোগে বই বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা আনঞ্জুমানে আল-ইসলাহ সভাপতি অত্র মাদ্রাসার সুপার মাওলানা কাজী মাহবুব আহমদ। ক্বারী সিদ্দিকুর রহমানের উপস্থাপনায় অনুষ্টিত সভায় খলকু আহমদ চৌধুরী অত্র দারুল ক্বিরাত শাখা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন- দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট ইতিহাস বিখ্যাত একটি প্রতিষ্ঠান। মানুষ যাতে বিশুদ্ধ কুরআন শিক্ষা অর্জন করতে পারে সে লক্ষ্যে ১৯৪০ সালে ফুলতলী ছাহেব ক্বিবলা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী (রঃ) প্রতিষ্ঠা করেন দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট বোর্ড। বর্তমানে যার শাখা ভারত, ইংল্যান্ড, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। এতে বক্তব্য রাখেন ৬ নং কুর্শি ইউপি মেম্বার শাহ্ সুজন আহমদ, হাফিজ মোয়াজ্জম হুসেন। এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সহ-সুপার মাওলানা সাইদুর রহমান, প্রধান ক্বারী একে এম আবুল বাশার, ক্বারী তুহিনুর রহমান সহ অন্যান্য অথিতিবৃন্দ ।