নবীগঞ্জে প্রশাসনের প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের জন্য সরকারি খাস জমি উদ্ধার
আপডেট টাইম
শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
২৪১
বা পড়া হয়েছে
নবিগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পাধীন ভূমিহীন ও গৃহহীনদের জন্য পুনর্বাসনের লক্ষ্যে ঘর নির্মানের জন্য অবৈধ দখলদারদের কবলে থাকা ভূমি উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা হয়। গতকাল ১৪ জানুয়ারী শুক্রবার নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের আলমপুর মৌজার ৯২৪, ৯২৫, ৯২৬, ৯২৭ নং দাগে অভিযান চালিয়ে সরকারি খাস জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির দখলে থাকা প্রায় ২.২৪ একর খাস জমি উদ্ধার করা হয়েছে। অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ। এ সময় সার্ভেয়ার আমিনুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, চেইনম্যান উপস্থিত ছিলেন। এস আই গৌতম সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহযোগিতা করেছে।