ছনি চৌধুরী,নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে সারাদিন ব্যাপী নবীগঞ্জ উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযানের দ্বিতীয় দিনে নবীগঞ্জ শহরের প্রত্যেকটি সড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সড়কের উপর থাকা অবৈধ সিএনজি, টমটম, বাস স্ট্যান্ড, ফুটপাতে থাকা দোকানপাট উচ্ছেদ করা হয়। এবং মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।