বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন যাত্রাপাশায় কিশোর সংঘের বিরুদ্ধে নিরীহ ব্যক্তির জমি দখলের অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৩৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার যাত্রাপাশা পাঠানটুলা গ্রামে কিশোর সংঘের সদস্যদের বিরুদ্ধে নিরীহ ব্যক্তির পৈত্রিক ও ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে হবিগঞ্জ প্রেসকøাবে সংবাদ সম্মেলন করেছেন মোঃ শাহীন মিয়া নামের এক ভুক্তভোগী। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন ওই গ্রামের মৃত সাবান উল্লার পুত্র শাহীন মিয়ার বসতভিটার পাশে ব্যক্তি মালিকানাধীন আরএস ১০৯ নং, জেএল অবস্থিত যাত্রপাশা মৌজার ৫৮১, ৫৮৫, ৮০৯, ৮৭৭, ১২৪৪, ১২৪৫ নং খতিয়ানে ১০৯১ নং দাগের ০.০৮ একর ভূমি জোরে বলে দখল করে কিশোর সংঘ নামের কথিত একটি সংগঠনের সদস্যসহ তাদের বাহিনী। তারা উল্লেখিত ভূমি দখল করে ১৩টি দোকান ভিটা নির্মাণ করেছে। তারা ব্যবসায়ীর কাছ থেকে প্রতি বছর ১০ লক্ষ টাকা ভাড়া আদায় করছে। এ ব্যাপারে শাহীন মিয়া ও তার ভাই মোঃ সফিক মিয়া, মোঃ ইজাজুল মিয়া, মোঃ আজিজুল মিয়া, তোফাজ্জুল মিয়া, জিয়াউল মিয়া ও মা খায়রুন্নেছা বাদি হয়ে বানিয়াচংয়ের সিনিয়র সহকারী জজ আদালতে স্বত্ব মামলা দায়ের করেন। যার নং-৪১৯। মামলায় বিবাদী করা হয় কিশোর সংঘ, যাত্রাপাশা গ্রামের মৃত আব্দুল মতলিবের পুত্র জয়নাল আবেদীন, মৃত জালু শেখের পুত্র মোঃ আমির হোসেনসহ ৩০ জনকে। উক্ত মামলা দায়েরের পর থেকে শাহীনের ওপর বিবাদীরা ক্ষুব্দ হয়ে উঠে এবং তাকে প্রাণে হত্যার পরিকল্পনা করছে। এ বিষয়ে তিনি বানিয়াচং থানায় জিডি করলে এসআই রাকিব হোসেনের তদন্তকালে এর সত্যতা পাওয়া যায়। বর্তমানে উপরেল্লিখিত কিশোর সংঘের সদস্যরা তাকে ও তার পরিবারের অন্য সদস্যদের হুমকি ধামকি প্রদর্শন করছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন বানিয়াচং ৪ নম্বর দনি-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রেখাছ মিয়া ওই সংঘের সদস্য হওয়ায় উল্লেখিত ভূমিদস্যুতের নেতৃত্ব দিচ্ছেন। মূলত তার শেল্ডারেই উক্ত জমি দখল করে দোকান ঘর নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে তিনি প্রতিকার দাবি করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, শফিক মিয়া, আজিজুল মিয়া ও খাইরুননেছা বিবি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com