স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর সেচ প্রকল্পে প্রতিনিয়ত বাধা হয়ে দাড়িয়েছে চৌধুরী বাজার পুলিশ ফাড়ির এসআই মাহমুদ। গত ২৯ ডিসেম্বর দুই বার এবং পরবর্তীতে প্রতিদিন ৫/৭ বার করে পুলিশ সেচ প্রকল্পে গিয়ে শ্রমিকদের ভয়ভীতি দেখাচ্ছে, সেচ মেশিন বন্ধ করে দিচ্ছে, সেচ মেশিনের যন্ত্রপাতি ভাংচুর করছে। তাতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন সাধারণ কৃষক। পুলিশী হয়রানীতে ক্ষতিগ্রস্থ কৃষক পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। গত ১১ জানুয়ারী পুলিশ সুপার বরাবরে ৩০৬ জন কৃষক স্বাক্ষরিত একটি আবেদন পৌছানো হয়। পুলিশ সুপার কার্যালয় থেকে তা রিসিভ করা হয়। আবেদনে তেঘরিয়া ইউনিয়নের বর্তমান ইউপি সদস্যসহ ৩০৬ জন কৃষক স্বাক্ষর করেন। ৩০৬ কৃষক জানান- ৩০ বছরেরও অধিককাল যাবত আমরা নিরবিচ্ছিন্ন পানি সেচের মাধ্যমে প্রায় ৫শ একর বোরো জমি আবাদ করে আসছি। চলতি বছর চৌধুরী বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মাহমুদ সেচ প্রকল্পের সেচ মেশিন চালুতে বাধা প্রদান করেন। সেচ মেশিন বন্ধের বিষয়ে আদালতের কোনো আদেশ আছে কি না জানতে চাইলে তিনি তাও দেখাননি। তিনি সেচ প্রকল্পের সাথে সম্পূক্ত শ্রমিক ও কৃষকদেরকে গ্রেফতারসহ বিভিন্ন মামলা মোকাদ্দমার ভয়ভীতি দেখিয়ে আসছেন। কৃষকরা তাদের বোরো জমিতে পর্যাপ্ত পানি না পাওয়ার আশংকায় প্রতিবাদী হলে এসআই মাহমুদ সেচ মেশিনের যন্ত্রাংশ ভাংচুর করেন। ইতিমধ্যে সেচ প্রকল্পের আওতাভূক্ত ৭০ ভাগ কৃষি জমি রোপন করা হয়েছে। বাকী জমি রোপনের অপমোন। এই মুহুর্তে কৃষকরা জমিতে পর্যাপ্ত পানি না পেয়ে হতাশ। গোবিন্দপুর সেচ প্রকল্পের আওতাভূক্ত ৫শ একর জমির ধানের উপর নির্ভরশীল গোবিন্দপুর, রামপুর, মজলিশপুর, আওড়া, নাজিরপুর গ্রামের অধিকাংশ কৃষক। ধান উৎপাদনে বাধা সৃষ্ট করায় এলাকার কৃষকদের খাদ্যে ঘাটতি দেখা দিতে পারে বলে আশংকা করা হচ্ছে। কৃষকরা আবেদনে জানান এলাকায় ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, পুলিশের সাথে সাধারণ কৃষকদের দ্বন্দ্বে জড়িয়ে পরক্ষর্তীতে পুলিশ এসল্ট মামলায় কৃষকদের এলাকা ছাড়া করতেই কিছু পুলিশকে ম্যানেজ করা হচ্ছে। আর এর পিছনে কলকাঠি নাড়ছে প্রভাবশালী একটি মহল।