মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ শহরকে যানজট ও দখলমুক্ত রাখতে ২য় দিনের মত উপজেলা প্রশাসন ও নবীগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান অব্যহত রয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। অবৈধভাবে ফুটপাত দখল করে রাখার দায়ে ৪ ব্যক্তিকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ১০৮ ধারা মোতাবেক ১৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। এসময় নবীগঞ্জ থানার এস আই মোস্তাফিজ আহমেদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।