নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জে ২২ ডিসেম্বর বিএনপির সমাবেশে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মাঝে সংঘটিত সংঘর্ষের ঘটনায় দায়েরী মামলায় ওই দিন রাতেই গ্রেফতার হওয়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান সিঃ যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু, বিএনপি নেতা জাকির চৌধুরী, যুবনেতা শামীম আহমদ ও জেলা ছ্রাত্রদল নেতা শাহীন আহমদ বুধবার বিজ্ঞ আদালত থেকে দীর্ঘ ২২ দিন কারাভোগের পর জামিন লাভ করেছেন। তবে জাকির চৌধুরী ব্যক্তিগত অপর একটি মামলার কারনে বের হতে পারেন নি। এদিকে জামিনের খবর পেয়ে বুধবার বিকালে দলীয় নেতাকর্মীরা জেলা কারাগার ফটকে তাদের বরণ করতে অপেক্ষা করেন। বিকাল ৫ টার দিকে কারাগার থেকে বের হয়ে আসার পর দলীয় নেতাকর্মীরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি সফিকুর রহমান ফারছু, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব চেধুরী, জেলা যুবদলের সদস্য ফোয়াদ হাসান রাজনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গত রবিবার বিজ্ঞ আদালতে আসামী পক্ষের আইনজীবি জামিন প্রার্থনা করেন। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক জিআর ২২৮/২১ মামলায় আসামীদের জামিন মঞ্জুর করেন। কিন্তু হবিগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অপর একটি মামলায় (জিআর ০১/২২ইং) আসামীদের শোনএরেস্ট দেখানোর কারনে ফের কারাগারেই থাকতে হয়েছিল তাদের। বুধবার হবিগঞ্জ আমল আদালত-৫ এ দ্রুত আসামীদের জামিনের আবেদন করলে শুনানী শেষে বিজ্ঞ বিচারক উপজেলা বিএনপির শীর্ষ নেতা মুজিবুর রহমান শেফুসহ অন্যান্য আসামীদের জামিন মঞ্জুর করেন। আর কোন মামলা না থাকায় বিকালে জেলা কারাগার থেকে তারা মুক্তি পান। তবে জাকির চৌধুরী ব্যক্তিগত অপর একটি মামলার কারনে বের হতে পারেন নি।