স্টাফ রিপোর্টার ॥ ৬০ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গেফতার করেছে র্যাব। মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি অভিযানিক দল ১০ জানুয়ারী রাত সাড়ে ৯ টার দকে সাতছড়িগামী পাকারাস্তার পাশের্^ ৫০ কেজিগাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। চুনারুঘাট উপজের উবাহাটা ইউনিয়নের উলুকান্দি গ্রামস্থ পাকারাস্তার উপর থেকে ১০সহ মোঃ তাহের মিয়া (৩৬) কে আটক করে। সে চুনারুঘাটের বরদলিয়া গ্রামের মৃত আমির হোসেন এর পুত্র।