নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দূর্গাপুর গ্রামে ঈদগাহ সড়কের ইটসলিং রাস্তার শুভ উদ্বোধন ও হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মাদ শাহনওয়াজ মিলাদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নামফলক ভেঙে দিয়েছেন তোতা মিয়া নামে এক লন্ডন প্রবাসী। ওই লন্ডন প্রবাসীর বিরুদ্ধে এমন অভিযোগ এনে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন আওয়ামীলীগ নেতা সরফ উদ্দিন (শরীফ) নামে এক ব্যক্তি। এ ঘটনায় নবীগঞ্জ উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, চলতি মাসের ৭ জানুয়ারি দুপুরে এমপি মিলাদ গাজীর নামে ব্যবহৃত নামফলকটি ভেঙে ফেলেন লন্ডন প্রবাসী জিলাদ মিয়া ওরপে (তোতা)। এ ঘটনায় স্থানীয় এমপির উন্নয়নমূলক কাজে ব্যাঘাত হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সুষ্টু তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহীর কর্মকর্তার কাছে লিখিত অভিযোগটি দায়ের করা হয়েছে। এদিকে এমপি মিলাদ গাজীর নামফলক ভেঙে ফেলা হয়েছে এমন খবর আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে জানাজানি হলে তীব্র ক্ষোভ বিরাজ করতে দেখা গেছে।