রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

নবীগঞ্জে পূজা মন্ডপে হামলার ঘটনায় অন্যতম আসামী জুনাইদ গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৩২৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ কুমিল্লায় ঘটে যাওয়া ঘটনার জের ধরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামে দুর্গা মন্দরিরের পূজাম-পে হামলা, ভাংচুর ও ওসিসহ আহতদের ঘটনায় দায়েরী মামলায় অন্যতম আসামী জুনাইদ আহমদ (৪০) কে নবীগঞ্জ থানা পুলিশ শনিবার দিবাগত রাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জুনাইদ আহমদ করগাও ইউনিয়নের মাওঃ ইসমাইল হোসেনের ছেলে। রবিবার (৯ ডিসেম্বর) সকালে তাকে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়, বিগত ১৪ অক্টোবর বিকাল ৫ টার দিকে নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউপির গুমগুমিয়া গ্রামে শারদীয় দুর্গা পূজা মন্ডপের সামনে মাদ্রাসার ছাত্র ও এলাকার যুবকদের মিছিলে সনাতন ধর্মের যুবকদের বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে স্থানীয় লোকদের সহযোগিতায় মাদ্রাসার ছাত্ররা পুজা মন্ডপে হামলা ও ভাংচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ ডালিম আহমদ এর নেতৃত্বে একদল পুলিশ মন্ডপ রক্ষা করার জন্য নিরাপত্তা বেষ্টনী দেন। শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ। এক পর্যায়ে ওসি ডালিম আহমদসহ কমপক্ষে ২০ জন আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন’র সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। দু’জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে ১২০ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন এসআই অমিতাভ তালুকদার। পুলিশের গ্রেফতার এড়াতে আসামী পলাতক থাকে। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই সমিরন দাশ, এসআই অমিতাভ তালুকদার, এসআই নাঈমসহ একদল পুলিশ পাশ^বর্তী জগন্নাথপুর থানা পুলিশের সহযোগিতায় কামড়াখাইর গ্রাম থেকে জুনাইদ আহমদকে গ্রেফতার করা হয়। অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com