নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জন্ম নিবন্ধন দিবস ২০১৪ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালী শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সমাবেশে মিলিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আলী আমজদ মিলনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাহমুদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, মোঃ লুৎফুর রহমান, দিপ্তেন্দু নারায়ন রায়, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল রহমান চৌধুরী সুমন প্রমুখ।