নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মকসুদা বেগম (৫) নামে এক শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। শিশু মকসুদা উপজেলার সদর ইউনিয়নের হালিতলা গ্রামের বাদল মিয়ার মেয়ে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে।
জানাযায়, ওই গ্রামের বাদল মিয়ার শিশু কন্যা মকসুদা বেগম ওই দিন দুপুরে বাড়ির লোকজনের অগচোরে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন অনেক খোজাঁখুজি করে থাকে না পেয়ে পুকুরে ভাসমান অবস্থায় পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।