স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের শিবপাশায় গভীর রাতে একটি রাইছ মিলের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়েছে গতকাল ভোরে স্থানীয় লোকজন একজনের মৃতদেহ বৈদ্যুতিক খুটিতে ঝুলন্ত অপরজনের মৃতদেহ খুঁটির নিচে পরে আছে দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থহলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। অপরজনের পরিচয় এখনো পায়নি পুলিশ। আজমিরীগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (শিবপাশা ফাঁড়ির দায়িত্বে) জয়ন্ত কুমার জানান, বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে উঠে দুজনেরই মৃত্যু হয়েছে। একজনের পরিচয় পাওয়া গেছে। পাশ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা লাইমপাশা গ্রামের কদু মিয়ার পুত্র সোলেমান (৩০) তার নানার বাড়ি শিবপাশায় বলে জানা গেছে। তিনি জানান, নিহতের মাকে খবর দিয়েছি, সে আসলে পরে বিস্তারিত আরো জানা যাবে। আর অপর মৃতদেহের এখনো পরিচয় পাওয়া যায়নি। দিপু রাইছ মিলের মালিক শিবপাশা ইউনিয়নের বং গ্রামের বিপলু চৌধুরী জানান, এক সপ্তাহ পূর্বে আমার রাইছ মিলের ১ টি
ট্রান্সফরমর চুরি হয়ে যায়। আর গত রাতে এই দুজন আরো দুটি ট্রান্সফার চুরি করার জন্য এসে খুঁটিতেই মৃত্যবরণ করেছে। তাদের একজনের পরিচয় পুলিশ পেয়েছে অপরজনের এখনো পায়নি। আজমিরিগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম জানান, বিদুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এই দুজন নিহত হয়েছেন। তাদের একজনের পরিচয় পাওয়া গেছে অন্যজনেরটা এখনো পাইনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।