চুনারুঘাট প্রতিনিধি ॥ ‘বাজার থেকে আসছি’ বলে সেই যে বাড়ী থেকে বের হলেন এখনো ফিরেননি আঃ আহাদ (৩৫)। দেখতে দেখতে কেটে গেছে ৫ বছর। কোন খোঁজ নেই তার। তিনি কি বেঁচে আছেন না অজ্ঞাতনামা হয়ে কবরে গেছেন-তা-ও কেউ জানেননা। তার সন্ধান করা হয়েছে বহু স্থানে। অজ্ঞাতনামা মরদেহের খবর পেলেই তার দুই কন্যা ছুটে গেছেন অকুস্থলে, কিন্তু পান নি কোথাও। খোঁজ করা হয়েছে পার্শ্ববর্তী ভারতেও। তারপরও মেলেনি তার কোন সন্ধান। চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের বিলপাড় গ্রামের ছুরত আলীর পুত্র আঃ আহাদ। শান্ত স্বভাবের কারণে এলাকায় তার সুনাম ছিল। বিয়ে করে সংসার পেতে ছিলেন। তার রয়েছে দু’ কন্যা সন্তান। একদিন সন্ধ্যায় স্থানীয় আসামপাড়া বাজারে যান বাজার করতে। তখন থেকে তিনি নিখোঁজ হয়ে যান। আর বাড়ী ফেরেন নি। বাবাকে না পেয়ে দুই কন্যা সন্তান মানসিকভাবে বিপর্যস্থ হয়ে পড়েছেন। হতভাগা স্ত্রীও ভেঙ্গে পড়েছেন। আহাদের কোন খোঁজ পেলে ০১৭৪৫৭১৭৬৭৯ মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন আহাদের বড় ভাই মুক্তিযোদ্ধা সুরুজ আলী।