বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে ১৭ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

  • আপডেট টাইম শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ৩৯০ বা পড়া হয়েছে

আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলায় ১৭ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরা হলেন, আহম্মদাবাদ ইউনিয়নে বেলায়েত আলী (মোটর সাইকেল), শামছুল আলম (অটোরিক্সা), যুবরাজ ঝরা (চশমা) ও আব্দুল লতিফ (আনারস), চুনারুঘাট সদর ইউনিয়নে আব্দুর রউফ (মোটর সাইকেল) ও ফারুক আহমদ (চশমা), গাজীপুর ইউনিয়নে আলী (চশমা), দেওরগাছ ইউনিয়নে ইব্রাহীম কবির (আনারস) ও কদ্দুছ আলী (হাতপাখা), মিরাশী ইউনিয়নে আব্দুল মনাফ (ঘোড়া), শানখলা ইউনিয়নে আবুল কালাম (মোটর সাইকেল), রানীগাঁও ইউনিয়নে মোর্শেদ আহমদ (হাতপাখা) ও মোশাহিদুর রহমান (মোটর সাইকেল), পাইকপাড়া ইউনিয়নে শামীম মিয়া (অটোরিক্সা) ও সোহেল মিয়া (আনারস), উবাহাটা ইউনিয়নে ফজলুর রহমান (মোটর সাইকেল) ও রিপন চন্দ্র (ঘোড়া)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com