স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজউদ্দিন আহমেদ তাজ এর পিতা, হবিগঞ্জ পৌর এলাকার আনোয়ারপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী হাজী মোঃ বাহার আলী গত ৩ জানুয়ারী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৪ ছেলে, ৪ মেয়ে, নাতী, নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। উনার মৃত্যুর সংবাদ পেয়ে শেষবারের মত এক নজর দেখার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ছুটে আসেন। ৪ জানুয়ারী জানাযা শেষে পৌর এলাকার রাজনগর কবরস্থানে দাফন করা হয়।